বাংলাধারা প্রতিবেদন »
নগরীর লালখান বাজার-মুরাদপুর বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় মঞ্চের সামনে সাংবাদিকদের উপস্থিতি ছাড়া চেয়ারের প্রায় সিংহভাগই খালি দেখা গেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে লালখান বাজরস্থ ফ্লাইওভারের নিচে আয়োজিত সমাবেশের মাধ্যমে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।





লালখান বাজার-মুরাদপুর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠের দৃশ্য
ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে ট্রেড ম্যাক্সের চেয়ারম্যান হেলাল আহমেদ, জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, দিদারুল আলম মাসুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় মঞ্চের সামনের সারিতে কিছু সাংবাদিক ও দলীয় নেতাকর্মী ছাড়া অনুষ্ঠান স্থল প্রায় ফাঁকা দেখতে পাওয়া যায়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ