আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে পরৈকোড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কে বি ছত্তারহাটের হাজী সুবেদার মার্কেটের দ্বিতীয় তলায় এই আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।



ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ জোনের ইভিপি ও জোন প্রধান মোহাম্মদ ইয়াকুব আলী, বিশেষ অতিথি ছিলেন পরৈকোড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ এম এ মালেক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ছত্তারহাট আউটলেট শাখা ও আল ইমাম ট্রেডিংয়ের স্বত্তাধিকারী মো. জাকারিয়া।
আজ ৩১ ডিসেম্বর আনোয়ারার ছত্তারহাট আউটলেট শাখাসহ সারাদেশে মোট ৫৫ টি শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে ইসলামী ব্যাংকের ঢাকা হেড অফিসের উদ্বোধনী অনুষ্ঠানের সাথে যুক্ত হন উপস্থিত অতিথি ও সুধীজনেরা।
এসময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা,মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান প্রমুখ।
অতিথিরা বলেন, ২০২০ সালে সারাদেশে ইসলামী ব্যাংকের রেকর্ড ১২৭৩ টি এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। আউটলেট শাখার মাধ্যমে এ বছর ইসলামী ব্যাংক ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। রেমিটেন্স এসেছে প্রায় ২ হাজার কোটি টাকা। বর্তমানে ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ১ লক্ষ কোটি টাকা। যা সারাদেশের আনাচে কানাচে হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য করেছে। বাংলাদেশের অর্থনীতি গার্মেন্টস আর রেমিটেন্সের উপর দাঁড়িয়ে। ইসলামী ব্যাংক রেমিটেন্স সংগ্রহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মোহাম্মদ ইয়াকুব আলী বলেন, ইসলামী ব্যাংক কল্যাণমুখী ব্যাংক। জনগনের কল্যাণ কামনায় এই ব্যাংক সর্বদা সচেষ্ট। গ্রাহকরা ঘরে বসে সেলফিনের মাধ্যমে ইসলামী ব্যাংকে লেনদেন করতে পারবেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভিংরোল জামিয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ।
সর্বশেষে ফিতা কেটে আউটলেট শাখার উদ্বোধন করেন অতিথিরা।
বাংলাধারা/এফএস/এইচএফ