বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী কর্মী বাবুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটায় সরকারী কমার্স কলেজ গেইটের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।



আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী নিহত বাবুলের মরদেহ দেখতে যান। পরে তাঁর নামাজে জানাজায় অংশ নেন ও বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
নিহতের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনা। সন্ত্রাসী মানে সমাজের শত্রু, দেশের শত্রু। যথাযথ আইনের আওতায় এনে বাবুলের খুনীদের শাস্তির বিধান করা হবে বলে আমি আশাবাদী।
জানাজায় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী, নিহতের আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও এলাকার সর্বস্তরের হাজার হাজার জনসাধারন অংশ নেন।
বাংলাধারা/এফএস/এইচএফ