বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের উদ্যোগে ৯৯৯ এবং বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মোটর সাইকেল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে পাঁচলাইশ মডেল থানার সম্মুখে অনুষ্ঠিত হওয়া উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।



এসময় সিএমপি উত্তর বিভাগের উদ্যোগে মোট ১৩টি মোটর সাইকেল হস্তান্তর করা হয়। এরমধ্যে ১টি মোটর সাইকেল প্রদান করেছে এলবিয়ন গ্রুপ।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার মোস্তাক আহমেদ, উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
বাংলাধারা/এফএস/এইচএফ