বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছেলেদের পাঁচটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আবাসিক হল বন্ধ থাকার পরও ‘অবৈধভাবে কেউ থাকছে’ এমন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।
সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এসময় দুইটি আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করা ২৩ শিক্ষার্থীর সন্ধান পায় প্রক্টরিয়াল বডি। পরে তাদের পরিচয়পত্র জব্দ করে প্রক্টর অফিসে যোগাযোগ করতে বলা হয়।



অভিযান চালানো পাঁচটি আবাসিক হল হলো- শাহজালাল হল, শাহ্ আমানত হল, স্যার এএফ রহমান হল, আলাওল হল ও সোহরাওয়ার্দী হল।
অভিযানকালে আলাওল হলে ৩ জন ও স্যার এএফ রহমান হলে ২০ জন অবৈধভাবে অবস্থান করা শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইঞা বলেন, ‘পুলিশের সহায়তায় আমরা ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাঁচটি আবাসিক হলে নিয়মিত তল্লাশি চালিয়েছি। এ সময় স্যার এএফ রহমান হলে ২০ জন ও আলাওল হলে অবৈধভাবে অবস্থান করা ৩ শিক্ষার্থীকে পাই। আমরা তাদের পরিচয়পত্র জব্দ করে প্রক্টর অফিসে যোগাযোগ করতে বলেছি।’
বাংলাধারা/এফএস/এআর