বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের চন্দনাইশে পৌরসভা নির্বাচনে সংঘাতের ঘটনায় গুলিবিদ্ধ কলেজছাত্র হাবিবুর রহমান (২০) আট দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূইঁয়া।



নিহত মো. হাবিব চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার আনোয়ার প্রকাশ লেদু মিয়ার ছেলে। তিনি গাছবাড়িয়া সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর মধ্যে সহিংসতা শুরু হলে হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন মো. হাবিব নামে এক যুবক মারা গেছেন। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর