বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ৭-এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১৮,৮৩০ পিস ইয়াবা ও মাদক পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেল জদ্ধ করা হয়।
সোমবার ( ২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে আনোয়ারা থানাধীন সরকারহাট কাঁচাবাজারস্থ এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- জামাল হোসেন (৩০) ও নিজাম উদ্দিন (২৭)। আসামি জামাল হোসেন এর বাড়ি নোয়াখালীর সেনবাগে, বাস করেন চট্টগ্রাম মহানগরের পূর্ব বাকলিয়ার জানু কলোনিতে। অন্য আসামি মো. নিজাম উদ্দিনের বসবাস পটিয়ায়।
আসামিরা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক পাচার করে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বাংলাধারা/এফএস/এমএস/এআর