রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিটের বনগ্রাম ৯নং ওয়ার্ডের কলা বাইজ্জা গোনা এলাকায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে বন বিভাগের (রাঙ্গুনিয়া রেঞ্জ) সহকারী বনসংরক্ষক শীতল পালের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় ওই এলাকা অবৈধভাবে গড়ে উঠা দুইটি ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।


বনবিভাগের সহকারী বনসংরক্ষক শীতল পাল জানান, ভূমিদস্যুরা সরকারি বনভূমি জবরদখল করে স্থাপনা নির্মাণের খবর পেয়ে দুইটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঘটনাস্থলে অবৈধভাবে ঘর নির্মাণের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে জড়িতদের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
