১৯ মার্চ ২০২৪

দায়িত্ব নিলেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল পৌনে ১০টায় চসিক প্রশাসকের চেয়ারে বসেন তিনি। দায়িত্ব হস্তান্তর শেষে বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীন খোরশেদ আলম সুজনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। নগর ভবনে সুজনকে স্বাগত জানান তিনি।
টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে চসিকের বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন সুজন।

চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ বুধবার শেষ হয়। পৌনে এক কোটি মানুষের এ মহানগরীর দায়িত্ব নিলেন দীর্ঘ দিন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে লড়াইয়ে থাকা খোরশেদ আলম সুজন।

বৈশ্বিক মহামারী করোনার কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে সকাল ৮টায় বাসভবন থেকে বেরিয়ে কাট্টলী হজরত মঈনুদ্দিন শাহ (র.) মাজার জেয়ারত করেন সুজন। এরপর তিনি হজরত আমানত শাহের (র.) মাজার জেয়ারত করেন।

সকাল ৯টা ৩৭ মিনিটে চসিকের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ে আসেন। এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে স্বাগত জানান। এরপর খতমে কোরআন, মিলাদ ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সিটি হল চসিক আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়াসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন