বাংলাধারা ডেস্ক »
ব্যবহারকারীদের দেওয়া কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য টুইটারকে চাপ দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এমনকি অ্যাপ স্টোর থেকে টুইটারকে ব্লক করে দেওয়ার হুমকিও দিয়েছে কোম্পানিটি। এরই মধ্যে টুইটারে কোম্পানিটি বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দিয়েছে।
বেশ কয়েকটি সিরিজ টুইটবার্তায় এমনটাই জানিয়েছেন টুইটার ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
তবে অ্যাপ স্টোর থেকে টুইটারের অ্যাপ্লিকেশনকে তুলে দেওয়ার হুমকি দিলেও ঠিক কী কারণে কোম্পানিটি এই হুমকি দিয়েছে, তা জানানো হয়নি বলে দাবি করেছেন মাস্ক।
এক টুইটবার্তায় ইলন মাস্ক অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ট্যাগ করে জানতে চেয়েছেন, ‘এখানে কী হচ্ছে?’ তবে টিম কুক তাৎক্ষণিকভাবে তার প্রশ্নের কোনো জবাব দেননি।
মাস্ক বলেন, ‘অ্যাপল বেশিরভাগ টুইটারের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। তারা কি যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতাকে ঘৃণা করে?’
এই বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স অ্যাপলকে মন্তব্য করার অনুরোধ করলেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।