বাংলাধারা ডেস্ক »
আজ ৯ জানুয়ারি সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ’র উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স বেলা ৩ টায় থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে নগরীতে সুসজ্জিত তোরণ, পাশাপাশি বিভিন্ন সড়ক, বাজার, রাস্তার মোড়ে তোরণ নির্মাণ, বিলবোর্ড, ফেস্টুন, প্লেকার্ড এবং ব্যানার টানিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
এই কনফারেন্সকে কেন্দ্র করে নগরীর প্রচারণার অংশ হিসেবে গত ৬ জানুয়ারি থেকে নগরীর বিভিন্ন সড়ক-মহাসড়ক অলিগলিতে ব্যানার দিয়ে গাড়ি সুসজ্জিত করে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়। গতকাল রোববার তরিক্বতপন্থীরা নগরীকে সাতটি স্পটে বিভক্ত করে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মাঝে লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকিং করে উৎসবমুখর পরিবেশে ব্যাপক প্রচারণা চালানো হয়।
এতে প্রধান মেহমান হিসাবে থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী । সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ, কানাডা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর মুহাম্মদ কায়কোবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, ধাপ সাতগড়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আ.ন.ম. হাদিউজ্জামান, রাজবাড়ী মদিনাতুল উলুম কামিল এম.এ মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. মোকাদ্দেছুল ইসলাম, দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবু বক্কর ছিদ্দিক, ফটিকছড়ি নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী, এলবিয়ন গ্রুপ প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নেজাম উদ্দিন, মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান আলহাজ্ব আবু মোহাম্মদ,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুর খান, ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু, ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ মোবারক আলী, ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন,২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সলিম উল্লাহ্ (বাচ্চু) প্রমুখ।
কনফারেন্সে বক্তব্য রাখবেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম,মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম,মাওলানা মুহাম্মদ আবদুল হক, মাওলানা মুহাম্মদ কাজী গোলামুর রহমান আল-হাছানী, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মাওলানা মুহাম্মাদ রকীব উদ্দিন আহমদী।উক্ত গাউছুল আজম কনফারেন্সে সকল মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।