বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের ষষ্ঠতম ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। তবে মাঠে টস করতে দেখা যায়নি রাইডার্স কাপ্তান নুরুল হাসান সোহানকে। সোমবার অনুশীলনের সময় পাঁজরে ব্যাথা পান রংপুরের অধিনায়ক। এরপর আর অনুশীলন করতে পারেননি। ব্যাথা গুরুতর হওয়ায় সপ্তাহখানেকের জন্য বিপিএল থেকে ছিঁটকে যান নুরুল হাসান।
মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার আগে টস করতে নামানো হয়েছিলো খুলনার পাকিস্তানি ব্যাটার শোয়েব মালেককে। এছাড়া স্কোয়াডের কোনো জায়গায় চোখে পড়ে নি নুরুল হাসান সোহানের নাম। টস হেরে খুলনার বিপক্ষে ব্যাট করতে নামে তার দল।
সোমবারের প্র্যাকটিস সেশন শেষে নুরুল হাসান সোহান সাংবাদিকদের জানান, তিনি পাঁজরে ব্যাথা পেয়েছেন, বসতে কষ্ট হচ্ছে। এছাড়া তিনি জানান, সেরে উঠতে সময় লাগবে তবে কতদিন লাগতে পারে সে বিষয়ে কিছু জানাননি এই ব্যাটার। তবে রংপুর রাইডার্স ম্যানেজমেন্টের প্রত্যাশা খুব তাড়াতাড়ি সোহান আবার দলে ফিরবে।
বিপিএলে এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দু’টিতে জয় পেয়েছে রংপুর।অন্যদিকে তিন ম্যাচের একটিতেও জয় পায় নি ইয়াছীর রাব্বির খুলনা টাইগার্স।