বাংলাধারা প্রতিবেদক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের চতুর্থ দিনের (মঙ্গলবার) প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স।
রংপুরের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে একেবারে সহজ জয় পেয়েছে খুলনা। ঘরের মাঠে তামিমের অনবদ্য ৬৫ ও মাহমুদুল হাসান জয়ের দ্বায়িত্বশীল ৪০ রানে ১৮ ওভার দুই বলে ৯ উইকেটের বড় জয় পায় খুলনা।
বিপিএলের এই আসরে দুদলের প্রথম দেখা হয়েছিলো জহুর আহমেদের এই মাঠেই। সে ম্যাচে টসে জিতে বোলিং বেছে নিয়ে সহজ জয় পেয়েছিলো রংপুর, তাই এবার টসে জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলপতি ইয়াসির আলী। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রনি তালুকদারকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান নাহিদুল। নাহিদের পরের শিকার নাঈম করতে পারেনি ১৩’র বেশি। অন্য প্রান্তে পারভেজ হোসেন ইমন সাবলীল ব্যাটিং করে গেলেও ব্যাক্তিগত ২৫ রানে উইকেট দিয়ে আসেন ওয়াহাব রিয়াজের বলে।
১১তম ওভারে শোয়াইব মালিক ও ১৩ তম ওভারে শামীম হোসেনের উইকেটে রান খরায় ধুঁকতে থাকে রংপুর। মাহাদী হাসানের ব্যাটে রানের চাকা সচল থাকলেও ব্যাক্তিগত ৩৮ রানে তিনি ফেরেন আমাদ বাটের বলে। ওয়াহাব রিয়াজের ১৯ তম ওভারে তিন উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে রংপুর শিবিরের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রান। খুলনার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ওয়াহাব,আমজাদ তিনটি ও নাহিদ নেন দুটি উইকেট।
১৩০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন খুলনার দুই ওপেনার তামিম ইকবাল ও মুমিন শাহরিয়ার। ইনিংসের পঞ্চম ওভারে আজমাতুল্লার বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ২১ রানে ফেরেন মুমিন। পরবর্তী ব্যাটার জয়কে সাথে নিয়ে ৮৯ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট শিকারের সুবাধে ম্যাচ সেরার পুরষ্কার ওঠে ওয়াহাব রিয়াজের হাতে।