বাংলাধারা প্রতিবেদক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে শুক্রবার। এ উপলক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন এক ঝাঁক স্পোর্টস সেকশনের টিভি ও জাতীয় পত্রিকার সাংবাদিক। এই সময়টিকে স্মরণীয় করে রাখতে ঢাকা-চট্টগ্রামের সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টায় চট্টগ্রাম নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মহিলা কমপ্লেক্স মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে চট্টগ্রামকে হারায় ঢাকার সাংবাদিকরা।

প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আবদুর সবুর লিটন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন পোর্টাল বাংলাধারা ডটকমের সম্পাদক ফেরদৌস শিপন, মাঠের লড়াইয়ের সম্পাদক মোহাম্মদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রীতি ম্যাচের পুরষ্কার বিতরণী শেষে বাংলাধারা স্পোর্টসের লগো উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ এবং চট্টগ্রাম ও ঢাকার সাংবাদিকবৃন্দ।