বাংলাধারা প্রতিবেদক »
হ্যালো চিটাগাং আয়োজিত বেস্ট অব চিটাগাং অ্যাওয়ার্ড প্রোগ্রামের টাইটেল স্পন্সর হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে চট্টগ্রামের বৃহৎ এবং স্বনামধন্য বিউটি সেলুন ও লাইফ স্টাইল প্রতিষ্ঠান ‘বিউটি বাফে’। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিউটি বাফেটের সাথে হ্যালো চিটাগাং’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিউটি বাফেটের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন বিউটি বাফেটের স্বত্ত্বাধিকারী ইশরাত জাহান ইভা, হ্যালো চিটাগাং’র পক্ষে স্বাক্ষর করেন হ্যালো চিটাগাং’র ফাউন্ডার রিয়াদ খান।
উল্লেখ, আগামী ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ‘বেস্ট অব চিটাগাং সিজন-৩’ অ্যাওয়ার্ড প্রোগ্রাম। চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও ভার্চুয়াল ক্ষেত্রে যারা অনন্য অবদান রেখে আসছেন তাদেরকে সম্মানিত করতেই ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে তৃতীয় বারের মতো ‘হ্যালো চিটাগাং’ এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করছে। ফেসবুক ভোটিং এবং জুরিবোর্ডের মাধ্যমে ২৭টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যাক্তি, সংস্থা, ফেসবুক গ্রুপ ও প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।