লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় একটি এক্সকাভেটর ও একটি ডাম্পট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ।
এ সময় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে জামাল হোসেন (৪০) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত জামাল হোসেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আবদুল্লাহ পুত্র। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই গাড়ি চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, গতকাল সোমবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কলাউজান ইউনিয়নে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে মো. নাজিম উদ্দীনকে (৩৭) দেড় লাখ টাকা ও ফরিদুল আলমকে (৩৭) ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি কাটায় ব্যবহৃত দুটি এক্সকাভেটর জব্দ করা হয়।
ফসলি জমির মাটি কাটা বন্ধে এসব অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।