আনোয়ারা প্রতিনিধি »
আখতারুজ্জামান বাবু’র কবর জিয়ারত করেছে বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী সেলিমের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজান আলম চৌধুরী টিপু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামীম চৌধুরী, মোহাম্মদ রফিক, আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক মো. সেলিম, বরুমচড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি আনোয়রা উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। এতে বরুমচড়া ইউনিয়নে মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীকে সভাপতি ও মিজানুর রহমান সেলিমকে সাধারণ সম্পাদক করা হয়।