গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-০৯২

রেজিঃ নং-০৯২

মার্চ ২১, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

জমি নিয়ে বিরোধ—বড় ভাইয়ের লোকজনের হামলায় প্রাণ গেল ছোট ভাইয়ের

কক্সাবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই-ছোট ভাইয়ের পরিবারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই নিহত ও দুজন আহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটলেও মাঝ রাতে তিনি হাসপাতালে মারাযান।

নিহত মোহাম্মদ হোছন (৫২) ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল বড় ভাই ইউনুস প্রকাশ হপ্পি ইউনুস ও ছোট ভাই হোছনের মাঝে। এ নিয়ে শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এলাকার লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মো. হোছনের ওপর হামলে পড়ে বড় ভাই ইউনুচের লোকজন।

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, জমি বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আপন ভাই মোহাম্মদ ইউনুসের সাথে বিরোধ চলছিল তাদের। এই নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা করার চেষ্টাও করা হয়। এতে কোন সমাধান না পেয়ে টেকনাফ থানায় অভিযোগ করলে অভিযুক্ত ইউনুস ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে মো. হোছন মারাত্মকভাবে আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, সারাদিন আমি কর্মসৃজন প্রকল্পের কাজে পরিষদে ব্যস্ত ছিলাম। যতটুকু জানি তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এমনকি শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে তাদের বিচার চলমান রয়েছে। মূলত ওই ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হোছন নিহত হয়। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on skype
Skype
Share on email
Email

আরও পড়ুন

অফিশিয়াল ফেসবুক

অফিশিয়াল ইউটিউব

YouTube player