গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-০৯২

রেজিঃ নং-০৯২

মার্চ ২১, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

সিঅ্যান্ডএফ এজেন্টদের দু’দিনের কর্মবিরতি শুরু

বাংলাধারা প্রতিবেদক »

দেশের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে দুইদিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। এর ফলে বিল অব এন্ট্রি দাখিল, শুল্কায়ন কার্যত বন্ধ। সিঅ্যান্ডএফ এজেন্টরা কাস্টম হাউসের ফটকে সমাবেশ করছেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, সোমবার (৩০ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতি পালন করছি আমরা। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালায় সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধিবিধান সংশোধন, পণ্য চালান শুল্কায়নকালে পণ্যের এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আদেশ বাতিলের দাবিতে সারাদেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। এসব দাবিতে দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছি।

দাবি পূরণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আশানুরূপ পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় দুইদিন পূর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, লাইসেন্সিং বিধিমালার কিছু বিধিবিধান সংশোধন, এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ বাতিল বিষয়ে ফেডারেশনের প্রস্তাবনা অনুসারে সংশোধন করার দাবি আদায় না হলে আগামীতে নতুন কর্মসূচি দেবে ফেডারেশন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on skype
Skype
Share on email
Email

আরও পড়ুন

অফিশিয়াল ফেসবুক

অফিশিয়াল ইউটিউব

YouTube player