গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-০৯২

রেজিঃ নং-০৯২

মার্চ ২১, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

মানসম্মত ও নিরাপদ বয়লার ব্যবহারে চট্টগ্রামে গণশুনানি

বাংলাধারা ডেস্ক »

‘মানসম্মত, নিরাপদ ও বৈধ বয়লার ব্যবহার করুন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন’ এই স্লোগানকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের অধীন উপ-প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, চট্টগ্রামের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদের কর্ণফুলী হলে উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান।

এসময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিল্পকারখানা প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করে প্রধান অতিথি প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বয়লার শিল্পকারখানায় জন্য একটি অত্যাবশকীয় ও ঝুঁকিপূর্ণ যন্ত্র। সেই প্রেক্ষিতে মানসম্মত বয়লার ব্যবহার এবং সঠিকভাবে পরিচালনা করা জরুরি।

তিনি আরও বলেন, মানসম্মত বয়লার ব্যবহার নিশ্চিতকরণে সম্প্রতি বয়লার আইন-১৯২৩ রহিতপূর্বক বয়লার আইন ২০২২ প্রণয়ন করা হয়েছে। তিনি বয়লার আইন ২০২২ বাস্তবায়নের জন্য সকলকে আহবান জানান, যার মাধ্যমে মানসম্মত ও বৈধ বয়লার নিশ্চিত হবে এবং জানমালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. জিয়াউল হক, উপ-প্রধান বয়লার পরিদর্শক রাজশাহী, প্রকৌশলী মো. ফজলে রাব্বি বয়লার পরিদর্শক, প্রধান কার্যালয় ও চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারিসহ বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধিরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on skype
Skype
Share on email
Email

আরও পড়ুন

অফিশিয়াল ফেসবুক

অফিশিয়াল ইউটিউব

YouTube player