গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-০৯২

রেজিঃ নং-০৯২

মার্চ ২১, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

বান্দরবানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি »

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে পৌর শহর বালাঘাটায় সদর থানা আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বান্দরবান পৌরসভা মেয়র মো. ইসলাম বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম পিপিএম।

প্রধান অতিথি বলেন, বিট পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সহজ হবে। তাই সব ধরনের অপরাধ আইনে আওতায় আনতে ৯৯৯ নাম্বারে সহযোগিতা চাওয়া আহ্বান জানান।

সভায় বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শহিদুল ইসলাম সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাহউদ্দিন, ২নং কাউন্সিলর মো. আলী, কাউন্সিলর দিপীকা রাণী তংচঙ্গ্যা, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে বান্দরবান সরকারি মহিলা কলেজে মাঠ প্রাঙ্গণে রাম বুটান গাছ রোপন করেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on skype
Skype
Share on email
Email

আরও পড়ুন

অফিশিয়াল ফেসবুক

অফিশিয়াল ইউটিউব

YouTube player