গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-০৯২

রেজিঃ নং-০৯২

মার্চ ২১, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

বিয়ের জন্য যেমন পাত্র চান রাইমা সেন

বিনোদন ডেস্ক »

বয়স চল্লিশ পেরিয়েছে। এখনও সিঙ্গেল কলকাতার অভিনেত্রী রাইমা সেন। সৌন্দর্য, কাজ আরও নানা বিষয় দিয়েই নিয়মিত চর্চায় তিনি। তবে নিয়মিত নেই সিনেমায়। এবার এই অভিনেত্রী তার নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ প্রচারে এসে মুখ খুললেন তার বিয়ে নিয়ে।

নতুন সিরিজ সম্পর্কে কথা বলতে যেয়ে বিয়ের প্রসঙ্গটাও সামনে আসে রাইমার। প্রশ্ন আসে কবে বিয়ে করছেন রাইমা? খোলামেলা উত্তররে তিনি বললেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

সুচিত্রা সেনের নাতনি রাইমা। অন্যদিকে আবার রাজ পরিবারের মেয়ে। তাই পাত্রকে তো তেমন যোগ্য হতেই হবে।

তা কেমন পাত্র চান রাইমা? অভিনেত্রীর স্পষ্ট উত্তর, ‘ভাল মানুষ চাই। আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল সবাইকে বলতে চাই।’

ব্যক্তিগত জীবনে একজন ভাল বন্ধু চান বলেও জানালেন এই অভিনেত্রী।

রাইমা সেন বর্তমানে হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন। তবে কাজ করছেন কম। এই কম কাজ করার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভাল কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবী-তে কাজ করলাম। কি দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভাল। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on skype
Skype
Share on email
Email

আরও পড়ুন

অফিশিয়াল ফেসবুক

অফিশিয়াল ইউটিউব

YouTube player