লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া ছড়া এলাকায় অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুৃধবার (১ ফেব্রুয়ারি ) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
অভিযানে, সাতগড় রেঞ্জ কর্মকর্তা শাহ আলম, এস আই সত্যজিতের নেতৃত্বে একটি পুলিশি টিম সহযোগিতা করেন।
উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বলেন, সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১১টি স্তুপ থেকে প্রায় ১ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে নিয়মিত টহল জোরদারসহ সার্বিক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জনান তিনি।