লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের সওদাগর পাড়ার ২০০ পরিবারের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন রকির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জযনাল আবেদীন, মো. সাইফুল হাকিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সম্পাদক হামিম হোসেন রবিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ৷
প্রধান অতিথি রিদওয়ানুল হক সুজন বলেন, এই সরকারের সময়ে গরিব ও অসহায়রা দুস্থরা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, এই শীতে একজন মানুষও বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।