logo
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি (ভিডিও)
#

ইয়াসির রাফা » 

কবি ও আলোকচিত্রী আসমা বীথির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনসাইড আউট’। করোনার দমবন্ধ সময়ে কয়েক টুকরো চট্টগ্রাম উঠে এলো তাতে। চেনা শহর, চেনা মানুষ, পরিচিত দাবি। কিন্তু আরেকটু গভীরে গেলে যেন মহীনের ঘোড়াগুলির গান। ‘আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি, দেখা যায় তোমাদের বাড়ি’।

‘ইনসাইড আউট’ কথা বলে মেঘদলের। রঙের খেলা নেই—তবে ফালি ফালি করে ছড়িয়ে দেয়া হয়েছে একদলা বিচ্ছিন্নতা। যে আকাশে উড়ে যায় একা পাখি। মানুষ ও পাখির মাঝে কোথায় মিল? নাকি কৌশলই উড়তে শেখায়? এই হোম কোয়ারেন্টাইনে থেকে মুক্তির কৌশলই বা কী? পেয়েছে কেউ?

কর্ণফুলী ব্রিজের একটা দৃশ্য। দেয়ালে লেখা ‘ভাত-কাপড়’। এই দৃশ্য কি
আমাদের অর্থনীতিকে কানেক্ট করে? কেন নিশ্চিত বিপদ জেনেও একজন চালক তার ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছে? ঘামছে? ক্ষুধার সামনে কি কেউ দাঁড়াতে পারে না? উত্তর যাই হোক, করোনাভাইরাস এখানে এসেই হেরে যায়। অথচ কথা ছিল—আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন!

‘ইনসাইড আউট’ দেখতে পারেন যে কেউ। দেখা যাবে টঙ-ঘর টকিজের ইউটিউব চ্যানেলে। অবশ্য তারও আগে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল ‘ওয়ানস এ উইক’ -এ প্রদর্শিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ।

চলচ্চিত্র দেখতে ক্লিক করুন – https://youtu.be/MBp4yiIjVfc [1]

বাংলাধারা/এফএস/টিএম