গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-০৯২

রেজিঃ নং-০৯২

মার্চ ২১, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

নারী—কাজের প্রতি একাগ্রতা ও ভালোবাসা থাকতে হবে

তাসলিমা খন্দকার। একজন মা, সফল উদ্যোক্তা এবং এ জে চৌধুরী ডিগ্রী কলেজ এর প্রভাষক। সম্প্রতি তিনি ক্যারিয়ার ও নারী দিবসের ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাধারার প্রতিবেদক ফারিহা সামিন খাঁনের সাথে

আপনি একজন মা, একজন সফল উদ্যোক্তা এবং একজন শিক্ষিকা—সবগুলো দিক কীভাবে সামলাচ্ছেন?

সময় সব সময় তার নিজস্ব গতিতে চলে। এই পৃথিবীতে একমাত্র সময় কারো জন্য অপেক্ষা করে না বা এখনো পর্যন্ত এমন কিছু আবিষ্কার হয়নি যাতে সময় কে বেঁধে রাখা যায়। টাইম মেশিন এর কথা শুধুমাত্র এখনো আমরা মানুষেরা কল্পনা করে যাই যার পাখায় ভর করে আমরা অতীত বা ভবিষ্যতে ঘুরে আসতে চাই। যা আদৌ কখনো সম্ভব নয়। কিন্তু আমরা যদি চাই বা আমাদের যদি ইচ্ছা শক্তির জোর থাকে তাহলে অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি এবং এর ফলে আমরা অনেক অসম্ভব কাজ কে সাধন করে ফেলতে পারি। তাই মনের মাঝে সদিচ্ছা থাকলে, নিজেকে কোন একটি অবস্থানে দেখতে চাইলে সময় কে ঠিকঠাক মতো ভাগ করা শিখতে হবে, কাজের প্রতি একাগ্রতা ও ভালোবাসা থাকতে হবে; তাহলেই সবদিক সুচারুরুপে সম্পন্ন করা সম্ভব বলে আমি মনে করি।

আমি আসলে এই কাজগুলো করার চেষ্টা করি আর অবশ্যই আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন সর্বদা আমার সকল কাজে সহায়তা দান করেন।


সবকিছু সামলাতে গিয়ে আপনি কি রূপ বাধার সম্মুখীন হচ্ছেন?

সব কিছু সামলাতে গিয়ে মাঝে মাঝে বাঁধার সম্মুখীন হতে হয় বৈকি। আসলে অনেক সময় চারপাশের পারিপার্শ্বিকতা আমাদের অনুকূলে থাকে না। অনেক সময় হয়তো পারিবারিক ও লজিসটিক সাপোর্ট এর অভাব বোধ করি।

নারীদের উদ্দেশ্যে কিছু বলুন—

সফল ক্যারিয়ার গড়া আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমবারের চেষ্টায় অনেকেই সফল না ও হতে পারে। সেজন্য হতাশ হয়ে গেলে চলবে না, কাজ থামিয়ে দিয়ে বিষন্ন হলেও চলবে না। নিজের দুর্বলতা গুলো কে খুঁজে বের করতে হবে। সঠিক পরিকল্পনা ও সময়কে ঠিকমতো সমন্বয় করে চলতে শিখতে হবে। শিক্ষার্জন ও মেধার সঠিক প্রতিফলন ঘটাতে হবে। নিজের প্রতি পূর্ণ আস্থা ও সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আর অবশ্যই আমি পারবো, আমাকে পারতেই হবে—এই মন্ত্রের সাহায্যে নিজেকে প্রতিনিয়ত উজ্জীবিত রাখতে হবে। তবে যেকোন নারী সফল হতে পারবে।

বাংলাধারা/এফএস/এআর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on skype
Skype
Share on email
Email

আরও পড়ুন

অফিশিয়াল ফেসবুক

অফিশিয়াল ইউটিউব

YouTube player